সোমবার ২৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


৩নং দূর্গাপুর (দক্ষিণ) ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
19.05.2017

উন্মুক্ত বাজেট সভায় ৩নং দূর্গাপুর (দক্ষিণ) মডেল ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রকাশ করা হয়েছে। আগামী ২০১৭-১৮ অর্থ-বছরের বাজেটে ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন এলাকার উন্নয়ন এবং রাজস্ব ব্যয় মেটাতে মোট এক কোটি পঁচাশি লক্ষ আটান্ন হাজার একশত টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সহযোগিতায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড. মো: আমিনুল ইসলাম টুটুল বলেন, প্রস্তাবিত মোট বাজেটের মাত্র ১৩ লক্ষ টাকা ইউনিয়ন পরিষদ নিজে সংগ্রহ করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে, অবশিষ্ট অর্থের জন্য পরিষদকে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হবে। তিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিষদকে নিজেদের আয় বৃদ্ধির উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৩নং দূর্গাপুর ইউয়িন পরিষদ সীমানার মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, বহুতল ভবন রয়েছে। তিনি আইনের মধ্য থেকে ওই সকল প্রতিষ্ঠানসহ অন্যান্য খাত হতে রাজস্ব আয় বৃদ্ধি করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত করা এবং  ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতা তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। বাজেট সভার সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: আমিনুল হক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেন। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে কৃষি, রাস্তা নির্মাণ/মেরামত, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা হয়েছে। তিনি আগামী অর্থবছরে উন্নয়ন পরিকল্পনার আওতায় গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করে ইউনিয়নবাসীকে উন্নয়ন প্রকল্পসমূহ তদারক করার আহ্বান জানান, যাতে কাজের গুণগত মান নিশ্চিত করা যায়। অনুষ্ঠানের বিশেষ অতিথি আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. হোসনেআরা বকুল, নারী উন্নয়নে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখায় ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানিয়ে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। সনাক সদস্য জমীর উদ্দিন খান জম্পি বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে ইউনিয়নবাসীর প্রকৃত চাহিদা নিরুপণ করা সম্ভব হয়, সেই কারণে উন্মুক্ত বাজেট সভা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন হয় যা গণতন্ত্র এবং উন্নয়নের জন্য অপরিহার্য। সভায় সনাক এর স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, শক্তিশালী ইউনিয়ন পরিষদ আমাদের সকলের লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে সনাক কুমিল্লা ৩নং দূর্গাপুর (দক্ষিণ) মডেল ইউনিয়ন পরিষদকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রণয়নে জনগণের মতামত জানতে সনাক কুমিল্লা ওয়ার্ড সভা আয়োজনে ইউনিয়ন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি জনগণের প্রতিষ্ঠান হিসেবে জনগণকেই ইউনিয়ন পরিষদের যাবতীয় কর্মকা-ে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান। বাজেট সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়নবাসীর পক্ষ থেকে উত্থাপিত ইউনিয়নের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা, মতামত আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মো: শাহ আলম মজুমদার, টিআইবি’র এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ প্রমুখ। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। – প্রেস বিজ্ঞপ্তি।