রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » কুসিকের স্থগিত দুই কেন্দ্রে পুনঃনির্বাচন কাল


কুসিকের স্থগিত দুই কেন্দ্রে পুনঃনির্বাচন কাল


আমাদের কুমিল্লা .কম :
24.04.2017

* স্থগিত কেন্দ্রের বিষয়ে ইসির তদন্ত  স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) স্থগিত ঘোষিত দুটি কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আগামীকাল মঙ্গলবার পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দুটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে গভীর শংকা প্রকাশ করেছেন দুই পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সাধারণ ভোটারসহ এলাকাবাসী। এদিকে স্থগিত দুই কেন্দ্রে সংঘটিত ঘটনার তদন্ত করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান। গতকাল রবিবার সকাল থেকে কুমিল্লা সার্কিট হাউজে এ তদন্ত অনুষ্ঠিত হয়। এসময় তিনি দুই কেন্দ্রে নির্বাচনসংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা, প্রার্থী ও এজেন্টদের বক্তব্য গ্রহণ করেন।
জানা যায়, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনের দিন নগরীর ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর কুমিল্লা সরকারি সিটি কলেজ এবং ২৭নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে। এসময় কককেট বিস্ফোরণ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের জিম্মি করে জাল ভোট প্রদান ও ব্যালট পেপার ছিনতাইসহ ব্যাপক গোলযোগের ঘটনা ঘটে। এছাড়া কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমানের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে ও তার এজেন্টসহ কর্মীদের মারধরে আহত করে। অপরদিকে চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে কাউন্সিলর পদের একজন প্রার্থী ও তার কর্মীদের জালভোট প্রদান করতে না দেয়ায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার উপর হামলা চালানো হয়। এতে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণাসহ এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার এ দুটি কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুটি কেন্দ্র সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘœ ভোটের পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থী, ভোটার ও সাধারণ জনগণের মাঝে আতংক বিরাজ করছে। এদিকে স্থগিত দুই কেন্দ্রে গোলযোগের ঘটনা ও প্রার্থীদের অভিযোগের বিষয়ে গঠিত ইসির তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বাধীন কমিটি গতকাল রবিবার কুমিল্লা সার্কিট হাউজে তদন্ত কাজ পরিচালনা করে। এসময় তিনি স্থগিত দুই কেন্দ্রে দায়িত্ব পালনকারী নির্বাচনসংশ্লিষ্ট পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্য, ভোটগ্রহণ কর্মকর্তা, প্রার্থী ও এজেন্টদের বক্তব্য গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল সাংবাদিকদের জানান, দুটি কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মঙ্গলবার (২৫ এপ্রিল) পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুনঃনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘœ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।