রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » নাঙ্গলকোটে প্রতিবন্ধী ভিক্ষুকের পরিবারকে কুপিয়েছে প্রতিপক্ষ


নাঙ্গলকোটে প্রতিবন্ধী ভিক্ষুকের পরিবারকে কুপিয়েছে প্রতিপক্ষ


আমাদের কুমিল্লা .কম :
22.04.2017

তরিকুল ইসলাম তরুন।। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়েনর চাঁনপুর গ্রামের প্রতিবন্ধী ও ভিক্ষুক আব্দুস সাত্তারের পরিবারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তার ভাতিজা নুরুল আফসার। মামলা সূত্রে জানা যায়, গত ১২ই এপ্রিল সকাল ১০টায় বাদী’নি জাহানারা বেগমের বসতবাড়িতে পূর্ব শক্রতার জের ধরে আব্দুর জব্বারের ছেলে মো: নুরুল আফছার (৩০), পিতা আব্দুর জাব্বার ও অন্য আসামি মো: শাহজাহান মিয়া সহ একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র-ছেনি-লোহার রড ও লাঠি নিয়ে প্রতিবন্ধী আব্দুস সাত্তারের ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর,নগদ অর্থ-লুটসহ ঘরের অবস্থান করা প্রতিবন্ধী আব্দুস সাত্তার, সাত্তারের স্ত্রী জাহানারা, ছেলে মনিরও গর্ভবতী মেয়েকে কুপিয়ে আহত করে। এসময় আহতদের আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আফছার ও তার বাবাসহ অন্যান্যরা পালিয়ে যায়। এলাকাবাসী প্রথমে আহতদের নাঙ্গলকোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে রোগীদের অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করান। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আফছার প্রতিবন্ধী আব্দুস সাত্তারের আপন বড় ভাই আব্দুল জব্বারের ছেলে সে দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী ও ভিক্ষুক আব্দুস সাত্তার ও তার পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে এবং তাদের বসত-ভিটি দখল করার জন্য প্রতিনিয়ত তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে স্থানীয় নেতৃবৃন্দ বহুবার আফছারকে বারণ করলেও আফছার আমলে না নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাত্তারের বাড়িতে প্রবেশ করে। সাত্তার ও তার স্ত্রী জাহানারা, ছেলে মনিরও গর্ভবতী মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এব্যাপারে জাহানারা বেগম বাদী হয়ে নাঙ্গলকোর্ট থানায় একটি অভিযোগ করিলে। নাঙ্গলকোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করে পাওয়া যায়নি।
স্থানীয় সাবেক মেম্বার আবুল কালাম জানায় বহুদিন আমরা প্রতিবন্ধী আব্দুস সাত্তার ও তার পরিবারকে আফছারের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছি। শেষ মুহূর্তে আফছার তার হিং¯্র থাবা বর্ষণ করল। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানায় অজ্ঞাত স্থানীয় গডফাদাররা পর্দার আড়াল থেকে আফছারকে কু-পরামর্শ দিয়ে তার চাচা সাত্তারের উপর খেপিয়ে রেখেছে এবং তার প্রত্রিক ভিটা থেকে উচ্ছেদের জন্য কু-পরামর্শ দিয়ে যাচ্ছে। এদিকে জাহানারা বেগম জানায় প্রতিনিয়ত আফছার হুমকি প্রদর্শন করছে অতি দ্রুত মামলা তুলে নেওয়ার জন্য। জাহানারা বেগম আরো জানায়, ঘটনা সুষ্ঠু তদন্ত করে থানা প্রশাসন প্রকৃত অপরাধীকে ধরে আইনের আওতায় আনা হোক এবং আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদেরকে আইনের সহযোগিতা করা হউক। আমার গর্ভবতী মেয়ে ও রেহাই পাইনি আফছারের পাষ–নির্মম অত্যাচার থেকে।