রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » ঘুমের ওষুধ খাইয়ে মাহফুজকে সেফটি ট্যাংকিতে ফেলা হয়


ঘুমের ওষুধ খাইয়ে মাহফুজকে সেফটি ট্যাংকিতে ফেলা হয়


আমাদের কুমিল্লা .কম :
20.04.2017

সদর দক্ষিণ প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণের গাবতলি এলাকার আব্দুল করিমের ছেলে মাহফুজকে নেশা দ্রব্য বিয়ারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে টয়লেটের সেফটি ট্যাংকিতে পেলে হত্যা করা হয়েছে বলে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত আসামি আওলাদ হোসেন। বুধবার এ হত্যা মামলার অন্যতম আসামি উলুরচর গ্রামের আওলাদ হোসেন আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়। জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০১৫ইং তারিখ হতে মাহফুজ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর সদর দক্ষিণের চৌয়ারা ডিগ্রী কলেজ সেফটি ট্যাংকিতে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কালের পরিহিত জিন্সের প্যান্ট ও পায়ের জুতা দেখে মাহফুজের বোন ও বাবা লাশটি নিখোঁজ হওয়া মাহফুজের বলে সনাক্ত করে। কঙ্কালটি চিহ্নিত হওয়ার পর থেকে প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমের ব্যবহ্নত মোবাইল ফোনের কল লিষ্ট যাচাইয়ের মাধ্যমে উলুরচর গ্রামের আওলাদ হোসেনসহ মোট দুইজনের অবস্থান নিশ্চিত করে পুলিশ। গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আইয়ুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আওলাদকে গ্রেফতার করে। নেশা জাতীয় দ্রব্য বিয়ারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে মাহফুজকে সেফটি ট্যাংকিতে পেলে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আওলাদ। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব জানান, হত্যাকা-ের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।