রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » বিশ্ববিদ্যালয় ছাত্র তন্ময়কে বাঁচাতে বাড়িয়ে দিন সহযোগিতার হাত


বিশ্ববিদ্যালয় ছাত্র তন্ময়কে বাঁচাতে বাড়িয়ে দিন সহযোগিতার হাত


আমাদের কুমিল্লা .কম :
18.04.2017

টগবগে তরুণ তন্ময় চন্দ্র রায় কিছুদিন আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা ও হৈ-হুল্লুড় করে দিন কাটিয়েছে। নিজের বিভাগ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেস (এআইএস) এর সহপাঠীদের সাথে ক্লাস, পড়াশোনাসহ নানান বিষয় নিয়ে দিন পেরিয়ে সন্ধ্যা হয়েছে, কখনও কখনও রাত। খাবার, বিশ্রাম কিছুই মাথায় ছিল না তখন। হাসিখুশি আড্ডাবাজ তন্ময়ের সেই উচ্ছ্বাস আর নেই। সব কিছু থেমে যাচ্ছে। অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে তন্ময়ের জীবন প্রদীপ। সে এখন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অঈটঊ / ঝবাবৎব অঢ়ষধংঃরপ অহবসরধ রোগে আক্রান্ত। যে রোগের চিকিৎসা ইড়হব গধৎৎড়ি ঞৎধহংঢ়ষধহঃ. খুব দ্রুতই করতে হবে। যার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকা। পরিবারের সামর্থ নেই চিকিৎসা ব্যয় বহন করার। বাবা সুকুন চন্দ্র রায় বিদ্যালয়ের শিক্ষক। কচুয়ার ছেলে তন্ময়কে বাচাতে তিনি বেঁচে থাকতেও নিরুপায়। মা শিখা রানী বিশ্বাস নীরবেই চোখের পানি ফেলছেন। তার যেন কোনো গতি নেই। চোখের সামনেই নারী ছেঁড়া ধন সন্তানের এমন পরিণতি কিভাবে মেনে নেবেন। তিনি এবং পিতা দুজনেই দেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।
এই অবস্থায় তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরও ঘুম নেই। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা নেমে পড়েছে অর্থ সংগ্রহে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী ১টাকা-২টাকা, যে যেভাবে পাড়ছে তন্ময়ের চিকিৎসার সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই সাথে কুমিল্লার সকল সাধারণ মানুষের কাছেও অর্থ সংগ্রহের জন্য সহযোগিতা চাচ্ছে সহপাঠীরা। ইতিমধ্যে কিছু অর্থ সংগ্রহ করেছে সকলে মিলে। কিন্তু ভারতে নিয়ে এই রোগের চিকিৎসা করাতে ৩০ লক্ষ টাকাই লাগবে। তার জন্য প্রয়োজন দেশের বিত্তবানদের প্রত্যক্ষ সহযোগিতা। তার সহপাঠী ছাত্র-ছাত্রীরা সকলের দ্বারে ঘুরছেন। বিত্তবানদের সহযোগিতার হাত প্রসারিত হলেই অকাল মৃত্যু থেকে বেঁচে যাবে টগবগে তরুণ তন্ময়। আসুন আমরা সকলে একটু সহযোগিতার হাত বাড়াই।  নিজের খরচ বাঁচিয়েও সহযোগিতা করতে পারি আমরা তন্ময়ের জন্য। একটি তন্ময় কে বাঁচিয়ে আমরা সমাজে উদাহরণ সৃষ্টি করতে পারি। স্মরণীয় হয়ে থাকতে পারি তার বাবা-মার কাছে। হাজারো সহপাঠী শিক্ষার্থীদের কাছে। সাহায্য পাঠাবার ঠিকানা- ডাচ্ বাংলা ব্যাংক, হিসাব নং- ১০৫১৫১০১৩০১৪০, বিকাশ ০১৬৭৫-২৯৩০৫২।