শনিবার ১১ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


বুড়িচংয়ে এস.এস.সি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
02.02.2017

বুড়িচং  প্রতিনিধি।।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপজেলার দশটি কেন্দ্রে ১ম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এস.এস.সির পরীক্ষা কেন্দ্র মোট- ৬টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ৩টি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ১টি, মোট কেন্দ্র হলো- ১০টি। গতকালকের ১ম দিনের এস.এস.সি পরীক্ষায় ৩ হাজার ৫ শত ৪৪ জনের মধ্যে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে মোট ৭শত ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনাল ১টি কেন্দ্রে ২ শত ৩১ জন শিক্ষার্থীয়ে পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষায় কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। এস.এস.সি পরীক্ষার কেন্দ্রগুলো হলো বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, ফকির বাজার স্কুল এন্ড কলেজ, শংকুচাইল স্কুল এন্ড কলেজ, ভরাসার বহুমুখি উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, নিমসার জুনাব আলী কলেজ ও নিমসার উচ্চ বিদ্যালয়। দাখিল পরীক্ষার কেন্দ্র হলো কোরপাই মাদ্রাসা, বুড়িচং মাদ্রাস্রা, ভারেল্লা মাদ্রাসা,  বুড়িচং উপজেলা সদরে হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্র।