শনিবার ১১ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
01.02.2017

হোমনা প্রতিনিধি।।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের চতুর্থ দিনে হোমনায় আলোচনা সভা ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শিল্পকলা একাডেমিতে বিকেল চারটায় আলোচনা ও একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও কাজী শহিদুল ইসলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন স্বাগত বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোশাররফ হোসেন ও ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, ইউআরসি ইনস্ট্রাক্টর ফরহাদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, সুভাষ চন্দ্র সরকার ও খাদিজা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে আহ্বায়ক মুহসীন সরকার, মহিলা লীগ সভাপতি রীনা আমীর, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন প্রমুখ। শেষে শিক্ষা উপকরণ মেলায় স্থাপিত স্টলগুলোর মধ্যে টিউলিপ কিন্ডার গার্টেন প্রথম, আসাদপুর ইউনিয়ন থেকে কালাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও দুলালপুর ইউনিয়ন থেকে মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তৃতীয় পুরস্কার দেওয়া হয়।