শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » তিতাসে পুর্বশত্রুতার জেরে চারজনকে কুপিয়ে জখম


তিতাসে পুর্বশত্রুতার জেরে চারজনকে কুপিয়ে জখম


আমাদের কুমিল্লা .কম :
15.10.2024

তিতাস প্রতিনিধি ।। কুমিল্লার তিতাসে পুর্বশত্রুতার জেরে রাতের আঁধারে রাস্তায় ফেলে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই পাড়ার সেরাজ ভূইয়া গংদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১২টায় উপজেলা মজিদপুর রোডস্থ একলারামপুর মোসলেম মিয়ার বাড়ির সামনে। আহতরা হলেন উপজেলা কড়িকান্দি ইউনিয়ন একলারামপুর গ্রামের আ.বাতেন ভুইয়া,আ.মালেক ভুইয়া, সেকান্দার ভুইয়া ও সাদেক হোসেন ভুইয়া। পরে রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানাযায়। স্থানীয়রা সুত্রে জানাযায় , মসজিদের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে একই মহল্লার সেরাজ ভূইয়ার সঙ্গে আহত বাতেন ভূইয়া ও অন্যান্য আহতদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা উভয়ের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সেরাজ ভূইয়াকে পিটিয়ে পা ভেঙে দেয় আহতরা। আর সেই প্রতিশোধ নিতেই সেরাজ ভূইয়ার ছেলে রহিম,কুদ্দুস, মকবুল ও চার নাতিসহ, মোস্তাফা, বাবুল, ইকবাল তার ছেলে ভাতিজাসহ ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ দল রামদা চাইনিজ কুড়াল ও ছুরি চাকু নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও যখম করে আ.বাতেন ভুইয়া,,আ.মালেক ভুইয়া, সেকান্দার ভুইয়া ও সাদেক হোসেন ভুইয়াকে। আহত সাদেক ভুইয়া বলেন,আমরা চারজন কড়িকান্দি বাজার থেকে সি এন জি করে বাড়িতে আসছিলাম পথ্যিমধ্যে রাস্তা রোধ করে সেরাজ ভূইয়ার ছেলে রহিম,কুদ্দুস, মকবুল ও চার নাতিসহ, মোস্তাফা, বাবুল, ইকবাল তার ছেলে ভাতিজাসহ প্রায় ২০/৩০ জনের একটি দল হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাদের মারাত্মকভাবে আহত করে। সেরাজ ভূইয়ার বাড়িতে গিয়ে কোন পুরুষলোক না পেয়ে,কথা হয় তার পুত্রবধূ রেখা বেগমের সাথে তিনি জানান, মসজিদ কমিটির বিরোধ নিয়ে বাতেন ভূইয়া গং গত শুক্রবার আমার শ্বশুরকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দিয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। এ ব্যাপারে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন,এ পর্যন্ত কেউ কোন এজাহার দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব। তাছাড়া পুর্বে উভয় পক্ষের দুইটি মামলা রয়েছে।