শুক্রবার ২০ জুন ২০২৫
Space Advertisement
Space For advertisement


কুমিল্লায় বাবার দায়ের কোপে শিশু নিহত #নিখোজ বলে মাইকিং করে বাবা #জমির মাটিতে পুঁতে রাখে লাশ


আমাদের কুমিল্লা .কম :
14.10.2024

সোহাইবুল ইসলাম সোহাগ।। কৃষি কাজের সময় শিশু সন্তান কথা না শুনায় গলায় দা দিয়ে আঘাত করে। এতে রক্ত হরন হয়ে জমিতেই লুটিয়ে পড়ে নিহত হয়। পরে লাশটি মাটিতে পুঁতে রাখে বাবা। এমনকি মেয়ে হারিয়েছে বলে মাইকিং করা হয়। নিহত ৫ বছর বয়সী শিশুর নাম মারিয়া সুলতানা।
ঘটনাটি গত শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ পূর্ব জোড়কানন নির্ভয়পুরের আদর্শ গ্রামে ঘটে। রবিবার (১৩ তারিখ) সন্ধ্যায় ওই এলাকার ধানের জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার মেয়ে মারিয়া সুলতানাকে সাথে নিয়ে ধানের জমিতে বাবা তাজুল কাজ করতে ছিলো। মেয়েকে কি যেনো একটা আনতে বলে, মেয়ে কথা না শুনায় দা দিয়ে ধমক দিয়ে আঘাত করে। এ আঘাতটি গলায় লাগে এতে রক্ত হরন হয়ে জমিতেই মেয়েটি লুটে পড়ে। ঘটনাটি যাতে বাড়িতে না জানে এর জন্য বিষয়টি কাউকে না বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বাচ্চাকে পাওয়া যাচ্ছেনা এমন বলেও মাইকিং করে নাটকও সাজায়। ঘটনাটি তার ছোট ভাইকে বললে ভাই বিষয়টি এলাকার লোকদের বললে সে ভয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ অবগত হলে রুদ্ধশ্বাস অভিযান করে আসামি তাজুকে গ্রেফতার করে। তার কথা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে লাশ ও দাটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিবরণ অনুযায়ী আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আসামির দেখা মতে লাশটি উদ্ধার করি এবং যে দা দিয়ে হত্যা করেছি সেটিও উদ্ধার করা হয়।