স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রউফ চৌধুরী ফারুক (৬৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও দলীয় নেতাকর্মী সমর্থক রেখে গেছেন।
কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রৌফ চৌধুরী ফারুকের নামাজে জানাযা গতকাল বাদ এশা নগরীর ঠাকুরপাড়াস্থ ফজিলাতুননেছা মর্ডান হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে নগরীর মুরাদপুর কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিনসহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন দল এবং পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের কুমিল্লার অগ্র সৈনিক আবদুর রউফ চৌধুরী ফারুকের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে কুমিল্লার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শোক প্রকাশ :
কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।