শনিবার ২১ জুন ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল রাফসানার


ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল রাফসানার


আমাদের কুমিল্লা .কম :
29.09.2024

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।। ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রাফসা। সে ওই এলাকার সোহেল রানার মেয়ে। রাফসানার মৃত্যুর তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, হাসপাতালে আনার অন্তত আধা ঘণ্টা আগে রাফসানার মৃত্যু হয়। রাফসানার পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রাফসানা। স্বজনেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, রাফসানা সম্পর্কে আমার নাতনি। গতকাল সকালে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আপনাদের কাছে শুনলাম। থানা-পুলিশকে কেউ এ বিষয় জানায়নি।