বৃহস্পতিবার ১৯ †m‡Þ¤^i ২০২৪
Space Advertisement
Space For advertisement


আজ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন


আমাদের কুমিল্লা .কম :
28.07.2024

এম হাসান।। আজ রবিবার কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৪-২০২৬ বর্ষের কার্যানির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার ১৭টি পদের মধ্যে দুটি পদে দুই জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপর ১৫টি পদের বিপরীতে ৩৩জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা প্রেস ক্লাবের মোট ৫৭ জন ভোটার আজ দুপুর ১২ থেকে বিকাল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন।সাংবাদিকদের এই নির্বাচনকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে আলোচনা । গত পক্ষকাল ধরে প্রার্থীরা সকল ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচন কমিশন ইতিমধ্যে তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিকের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশনের অপর দুই জন সদস্য হলেন, সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও এড. মাহবুবুর রহমান।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিন জন। এর মধ্যে বর্তমান সভাপতি মোঃ লুৎফর রহমান, কাজী এনামুল হক ফারুক ও অশোক কুমার বড়ুয়া।

সহ-সভাপতি পদের ২টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম দুলাল, মাহবুব আলম বাবু, মোতাহের হোসেন মাহাবুব ও মোঃ রফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সাদিক হোসেন মামুন, জাহিদ হোসেন ও সাইয়িদ মাহমুদ পারভেজ।

সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বাহার রায়হান ও জাহিদুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু ও হুমায়ুন কবির জীবন।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সেলিম রেজা মুন্সী ও মনির হোসেন। পাঠাগার সম্পাদক পদে হাবিবুর রহমান ও জামাল উদ্দিন দামাল । বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নেকবর হোসেন ও আব্দুল জলিল। ক্রীড়া সম্পাদক পদে আরিফ সেলিম ওপেল ও দেলোয়ার হোসেন জাকির।

নির্বাহী সদস্য ৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৮জন। এরা হলেন, হুমায়ুন কবির রনি, আনোয়ার হোসেন, মামশদ কবির, জসীম উদ্দিন কনক, শহিদুল্লাহ, দিলীপ মজুমদার, ওমর ফারুকী তাপস ও কামাল উদ্দিন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন ।