স্টাফ রিপোর্টার ।। কুুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও প্রাবন্ধিক , বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল অসুস্থ হয়ে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ইকবাল আনোয়ার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জহিরুল হক দুলালের শরীর খারাপ করে। খবর পেয়ে তার বাসায় যাই। প্রাথমিকভাবে বুঝতে পারি হৃদযন্ত্রে সমস্যা হয়েছে। পরে সংশ্লিস্ট চিকিৎসকদের পরামর্শে সিডি প্যাথ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশংকামুক্ত আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাকে ঢাকায় নেয়া হবে বলে জানান ডাঃ ইকবাল আনোয়ার।
জহিরুল হক দুলালের বড় ছেলে তৈমুর ইরতেজা হক বলেন, বাবাকে নিয়ে আমরা ঢাকায় যাব। সবাই আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।