মঙ্গল্বার ১৬ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে


দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে


আমাদের কুমিল্লা .কম :
09.10.2022

দাউদকান্দি প্রতিনিধি ॥ দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ছান্দা গ্রামে কালাডুমুর নদীর সেতুর মাঝখানে দুটি পিলার ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল সেতুটি। গত মঙ্গলবার গভীর রাতে একটি বাল্কহেডের ধাক্কায় বিকট শব্দে সেতুটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ ছাড়া সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়ে। এর ফলে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সেতুটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর দাবি, মানুষের চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা চালু করা এবং নতুন সেতু নির্মাণ করা হোক।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নতুন সেতু নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।