মঙ্গল্বার ১৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » দেশের উন্নয়নে প্রবাসীরা অংশীদার হতে হবে- এমপি বাহার


দেশের উন্নয়নে প্রবাসীরা অংশীদার হতে হবে- এমপি বাহার


আমাদের কুমিল্লা .কম :
02.10.2022

রুবেল মজুমদার ।। ‘যতদিন পর্যন্ত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমি কুমিল্লার নামে বিভাগ চাই এই স্লোগান নিয়ে আমি এগিয়ে যাবো। আমি এ নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে তা উপস্থাপন করেছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিরাশ করবেন না। দেশের উন্নয়নে প্রবাসীরাও অংশীদার হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী বসবাসরত বাঙালি সকলের সহযোগিতা চাই।’ শুক্রবার রাতে মালদ্বীপের মালে ক্রিকেট স্টেডিয়ামে বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের আয়োজনে কুমিল্লা নামে বিভাগের দাবীতে মালদ্বীপে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
এসময় প্রবাসী দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, ব্যবসায়ি মো. আলহাজ্ব সোহেল রানা, মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মো. ওয়াসিম আকরাম হৃদয়সহ অন্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।