শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


নগরীতে ভ্যাকসিন  পাচ্ছে ৪৫ হাজার শিশু


আমাদের কুমিল্লা .কম :
25.08.2022

রুবেল মজুমদার ।।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিশুকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে নগরীর মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী। ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোশনের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে ২৩ হাজার ৯১৭ জন ছেলে ও ২১ হাজার ৪৭৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের অধীনে স্বাস্থ্য সহকারীরা স্কুলে-স্কুলে গিয়ে টিকা দিচ্ছেন। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক থাকবেন টিকা ব্যবস্থাপনায়। আগামী দুই সপ্তাহের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের স্কুলগুলোতে টিকা কার্যক্রম শেষ হবে।

টিকা কেন্দ্র নিতে আসা তানজিনা নামের এক অভিভাবক জানান, বাচ্ছা ভয়ে টিকা দিতে চায়নি,অভিভাবক হিসাবে আমরা চিন্তিত ছিলাম ।এতো দিন খুব শঙ্কার মধ্যদিয়ে মেয়ে স্কুলে পাঠিয়েছি। এবার টিকা নেওয়ার পর কিছুটা চিন্তা মুক্ত থাকবো। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া জানান,প্রথমদিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি।আজ আমরা নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় ১০ হাজার ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন দিয়েছি।বিশেষ করে অভিভাবকদের বেশ সাড়া পেয়েছি।

এদিকে দিনব্যাপি টিকা কার্যক্রম পর এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।