স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নিজের টাকায় পদ্মাসেতু এর উজ্জ¦ল প্রমাণ। যদি করোনা মহামারী আঘাত না আনত তাহলে এসময়ে আমরা আরও এগিয়ে যেতাম। কর্নফুলি ট্যানেল ও মেট্রোরেল এর মতো মেগা প্রকল্প আমাদের চালু হয়ে যেত। দেশকে সমৃদ্ধির আসনে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে আগামী ২০ বছরে আমেরিকা-অস্ট্রেলিয়ার কাতারে থাকবে বাংলাদেশ। নতুন প্রজন্মের উন্নত বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর এ আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
গতকাল বুধবার দিনব্যাপী কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রত্নাবতী স্কুল মাঠে আয়োজিত ৪ নং আমড়াতলী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে মিথ্যা মামলায় হয়রানি বিষয়ে আইনি সহায়তা, জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করা, গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদানসহ বেশ কিছু সমস্যার সমাধান দেন এমপি বাহার। এছাড়া মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন। মতবিনিময় সভার আগে হাজী বাহার এমপি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
বুধবার কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। অনুষ্ঠান পরিচালনা করেন আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার,সাধারন সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহাম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মনজিল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির,আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাসু সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।