শুক্রবার ১৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


ফুটপাথে ঘোড়া সিংহের হাট!


আমাদের কুমিল্লা .কম :
28.05.2022

মাহফুজ নান্টু ।। কুমিল্লা সিটি কর্পোরেশন(কুসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়। শুক্রবার এই সুযোগটি লুফে নিয়েছেন কয়েকজন ফেরিওয়ালা। এখানে তারা বিভিন্ন প্রতীকের ব্যাজ বিক্রি করেন। নৌকা, ঘোড়া,সিংহ,গাভী, হাতপাখা,হরিণ, আনারস, বই, বেহালা মোবাইল ফোন সব প্রতীক আছে। ফিতা লাগানো রঙিন কাগজের ব্যাজ। এসব নিয়ে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির পাশে ফুটপাথে বসেছেন কয়েকজন বিক্রেতা।
প্রতীক বিক্রি করতে আসা মোঃ হাবিব বলেন, খোঁজ নিয়ে জানতে পারছি আজ প্রতীক বরাদ্দ দিবে। সকাল ৮ টায় এসেছি শিল্পকলা একাডেমির পাশে। প্রতিটি প্রতীক ৭ টাকা শুরু করে ১০ টাকা পর্যন্ত বিক্রি করি। কোট পিন ২৫-৩০ টাকা, গলার বেজ সাইজ হিসেবে ৩০ থেকে ৮০ টাকা বিক্রি করি। দুপুর পর্যন্ত দুই হাজার টাকা বিক্রি করেছি।
হাবিবের মত কুমিল্লা শিল্পকলা একাডেমির পাশের ফুটপাথে প্রতীক বিক্রি করেন দশজন। তাদের হাকডাকে মুখর শিল্পকলা একাডেমির পাশের ফুটপাথ।
সংরক্ষিত ১নং ওয়ার্ডের প্রার্থী কাউসারা বেগম সুমি বলেন, নির্বাচনে উৎসবের আমেজ প্রায় সবাই প্রত্যাশা করেন। প্রতীক নিয়ে এসে ফুটপাথে দেখলাম প্রতীকের মেলা বসেছে। তাই নিজের হেলিকপ্টার প্রতীকের একটি ব্যাজ সংগ্রহ করেছি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র ৫৩টি, সংরক্ষিত ১০টি ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য ১২টিসহ মোট ৭৩ টি প্রতীক রয়েছে। প্রার্থীরা দেয়ালে টানানো প্রতীক থেকে পছন্দের প্রতীক বেছে নিয়েছেন।
উল্লেখ্য, কুসিকের ভোটের মাঠে পাঁচজন মেয়র প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।