বৃহস্পতিবার ১৮ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য কার্ড বিতরণ


আমাদের কুমিল্লা .কম :
29.04.2022


জহিরুল হক বাবু  ।।
কুমিল্লায় অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, চিকিৎসা কার্ড ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আদিনা মূড়া হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন মীম হাসপাতালের পরিচালক খায়রুন্নেসা মুক্তা, কমপ্লেক্সের সভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়া, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুারো চীফ খোকন চৌধুরী, মীর্জা জালাল উদ্দিন খান বাদল, বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. আরিফ মজুমদার, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, টুপি, হিজাব, ফ্রি – চিকিৎসা কার্ড ও ঈদ উপহার হিসেবে নগদ টাকা এবং টিফিন বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য- আদিনা মূড়া হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সের ১০টাকায় ভর্তির পর শিক্ষা উপকরণ থেকে শুরু করে পোষাকসহ সকল খরচ বহন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এছাড়াও শিশুদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবারও ব্যবস্থা রাখা হয়েছে।