তিতাস প্রতিনিধি ।।
কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহা সচিব আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন, হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম শামিম, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি, জাতীয় মহিলা পার্টির সভাপতি মোসা. শেফালি বেগম, হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ডা.আল আমিন শাওন, হোমনা পৌর জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সাইফি প্রমুখ।
ইফতার পূর্ব মুহুর্তে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত ও দেশ ও জাতীসহ মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত প্রদান করেন কড়িকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।