শনিবার ২ ডিসেম্বর ২০২৩
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » বুড়িচংয়ে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত


বুড়িচংয়ে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত


আমাদের কুমিল্লা .কম :
29.04.2022

বুড়িচং প্রতিনিধি।।

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় শাহ আলম নামের একজন নিহত হয়েছেন। শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে প্রাইভেটকারটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহ আলম নিহত হন।