শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা চাইলেন নতুন নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী


সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা চাইলেন নতুন নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী


আমাদের কুমিল্লা .কম :
27.04.2022

স্টাফ রিপোর্টার ।। সম্পূর্ন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও চাপ মুক্ত একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নগরবাসীসহ সকল পর্যায়ের প্রার্থী,কর্মী ও সমর্থকদের সহযোগিতা চেয়েছেন অঙ্গিকার করেছেন নবনিযুক্ত কুমিল্লার নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা নির্বাচন অফিসে গণমাধ্যমের কর্মীদের সাথে এক আলাপকালে তিনি এ সহযোগিতার কথা বলেন।
এক সময় কুমিল্লায় নির্বাচন অফিসার হিসেবে কাজ করে যাওয়া এই নির্বাচন কর্মকর্তা প্রতিদ্বন্ধি প্রার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, আমাদেরও পরিকল্পনা রয়েছে কুমিল্লাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। এ সিটিতে আপনারা যারা প্রার্থী হবেন আচরণবিধি মেনে চলবেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের পোস্টার, লিফলেটসহ সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৪ হাজার ৪৮৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন।
গেল সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের বৈঠক শেষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।