হোমনা প্রতিনিধি ।।
কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। মধ্যে বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আ. হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ, সমাজসেবা অধিদপ্তরের মো. মতিউর রহমান প্রমুখ।