গত ২৪ এপ্রিল ২০২২ খ্রি. সোমবার বিকাল ৫টায় কুমিল্লা কম্পিউটার সমিতির (সিসিএস) সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি রমিজ খান সভাপতিত্বে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়স্থ জামান রেস্তোরায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিসিএস এর সেক্রেটারী মো. মুজিবুর রহমান মুকুল। সভায় কুমিল্লা কম্পিউটার সমিতি (সিসিএস) এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদারকে আহবায়ক এবং মো. শফি উল্লাহ পলিনকে সদস্য সচিব করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি ২০২২ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক অজয় কৃষ্ণ সাহা, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল আলম, সদস্য সফিকুল ইসলাম বোরহান, অধ্যাপক আবু নোমান খন্দকার, অধ্যাপক নাসির উদ্দিন সুমন। এছাড়াও সংগঠনের গঠনতন্ত্র সংশোধনীর জন্য অধ্যাপক নাসির উদ্দিন সুমনকে আহবায়ক এবং অধ্যক্ষ মো. জাকের হোসেন ও মো. মুজিবুর রহমান মুকুলকে সদস্য করে গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন করা হয়। সাংগঠনিক সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।