সাইমুম ইসলাম অপি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল রবিবার কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর আই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লার বেশিরভাগ ইফতার মাহফিলে একটা চমৎকার জিনিস লক্ষ্য করলাম। সকলের মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। একের সাথে অন্যের ভালো সম্পর্ক থাকার কারণে আমরা সকলে মিলে একত্রে সুন্দর কুমিল্লা তৈরির চেষ্টা করছি। তিনি আরো বলেন,আমরা আমাদের মূল জনসংখ্যার চেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছি। ১৬ কোটি মানুষকে আমরা ২৫ কোটি ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমাদের প্রধানমন্ত্রী গত ৭/৮ বছরে বিভিন্ন কাজের মাধ্যমে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। যারা ভ্যাকসিন তৈরি করেছে তারাও তাদের দেশের জনগণকে এত ভ্যাকসিন দিতে পারেনি যা আমাদের সরকার দিয়েছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ। যা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসনের ইফতার পার্টিতে কিছু মেধাবী শিক্ষার্থীদের দাওয়াত করেছিলেন। তার থেকে অনুপ্রেরণা নিয়ে আমিও ভাবলাম শুধু প্রথম সারির শিক্ষার্থীদের নয় শেষ সারির কিছু শিক্ষার্থীদের রাখা দরকার। তাই সব সারি থেকে কিছু শিক্ষার্থীদের দাওয়াত করেছি।