শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » মাদক চোরাচালান বন্ধ ও উন্নয়নের চাকা চালু রাখতে হবে ¬- আইনমন্ত্রী


মাদক চোরাচালান বন্ধ ও উন্নয়নের চাকা চালু রাখতে হবে ¬- আইনমন্ত্রী


আমাদের কুমিল্লা .কম :
07.03.2022

মো: অলিউল্লাহ সরকার অতুল, কসবা ॥ মাদক যুব সমাজকে নষ্ট করেছে । মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে মাদক নিমূল করতে হবে। শপথ হল জনগণের সেবা করা। মাদক নির্মূলের মাধ্যমে জনগনের সেবা করতে হবে। ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবায় সাত ইউনিয়নে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ মার্চ রবিবার বিকালে ভার্চুয়েলে যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে এ কথাগুলি বলেন।
মন্ত্রী বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাদের আমার মত অনেক গুরু দায়িত্ব রয়েছে। আপনারা শপথ নিয়েছেন জনগনের সেবা করার জন্য। যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন আমি, আপনীসহ সবার তিনটি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, প্রথম দায়িত্ব হচ্ছে মাদক নির্মুল করা। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃংখলার মাধ্যমে চোরা চালান বন্ধ করা এবং তৃতীয়ত হচ্ছে উন্নয়নের চাকা চালু রাখা। আমরা যে যে কাজ করছি সেগুলি সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করতে হবে। উন্নয়ন সঠিক ভাবে না হলে আপনারা আমাকে বলবেন আমি আমার দায়িত্ব পালন করে উন্নয়নের ধারা ঠিক রাখব।
উপজেলা প্রশাসনের আয়োজনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত ২১জন সংরক্ষিত নারী সদস্য এবং ৬৩জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
গত ৩১ জানুয়ারি কসবা উপজেলার কসবা পশ্চিম, কাইমপুর, বায়েক, বিনাউটি, মেহারী, গোপীনাথপুর ও বাদৈর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গত বৃহস্পতিবার ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউএনও মাসুদ উল আলমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাসিদুল ইসলাম প্রমুখ।
এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান মো. মানিক মিয়া, মো. বেদন মিয়া, মো. বিল্লাল হোসেন, মো. ইকতিয়ার আলম, মো. মিজানুর রহমান, মো. শিপন আহাম্মদ, মো. মোর্শেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।