স্টাফ রিপোর্টার।।
কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় পাথুরিয়াপাড়ায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ১৭নং ওয়ার্ডের নারীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কাউন্সিলরের কার্যালয় থেকে ১০গজ পূর্বে এবং কাউন্সিলর যে দোকানঘরে হত্যাকাণ্ডের শিকার হন তার সামনে তিন রাস্তার মোড়ে জড়ো হতে থাকেন নারীরা। বিভিন্ন স্লোগান দিয়ে তারা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
এর একটু আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার কাউন্সিলর সোহেলের পরিবারের লোকজনকে সান্ত্বনা দিতে যান। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও মহানগর যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।