আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের লালমাই অংশের মগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেলে যুবকের মরদেহ শনাক্ত করে তার পরিবার।
নিহত যুবকের নাম রনি মিয়া (২৪)। তিনি লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামের আজগর আলীর ছেলে। রনি পেশায় একজন গ্যারেজ মেকানিক ছিলেন। পাশের চেঙ্গাহাটা বাজারে ছিল তার কর্মস্থল। প্রতিদিনের মতো শনিবারও মটরসাইকেল যোগে যাচ্ছিলেন তার কাজে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ঢাকাগামী আল আরাফাহ এক্সপ্রেসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রনি মারা যান।
লালমাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনির মটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয় পরে ঘটনাস্থলেই মারা যান রনি।