সোমবার ২৯ †g ২০২৩
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » গার্ল গাইডস্ কুমিল্লা অঞ্চলের ২য় আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত


গার্ল গাইডস্ কুমিল্লা অঞ্চলের ২য় আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
12.11.2021

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের ২য় আঞ্চলিক পরিষদ অধিবেশন গতকাল শুক্রবার সকাল ১০টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম, কুমিল্লায় অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা ও জনাব মো ঃ শাফয়েত মিয়া, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস ্এসোসিয়েশন, জাতীয় কার্যালয়, ঢাকা হতে আগত সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ও প্রকল্প কমিশনার, প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), অধ্যক্ষ রফিকা আফরোজ, সহযোগী কোষাধ্যক্ষ, রীতা জেসমিন, রেঞ্জার কমিশনার এবং কুমিল্লা অঞ্চলের অধীন ৬ জেলার (কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মনবাড়িয়া) জেলা কমিশনারগণ, ট্রেজারারগণ, গাইডারগণ, গাইড, রেঞ্জার, গাইডার এবং আঞ্চলিক ট্রেজারার, আঞ্চলিক সেক্রেটারীসহ মোট ২০০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাহান আরা বেগম, আঞ্চলিক কমিশনার ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব।- প্রেস বিজ্ঞপ্তি