স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে বুধবার বিকেলে প্রকাশ্যে রাজঘাট এলাকায় শিয়াল জবাই করে মাংশ বিক্রির ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সর্বত্র সমালোচনার ঝড় উঠে।
জানা যায়, চট্টগ্রাম থেকে দুই যুবক লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করতে আসেন। খবর পেয়ে পৌর এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক তাদের কাছ থেকে দেড় হাজার টাকায় শিয়ালটি কিনে নেন।
এরপর বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় শিয়ালটি জবাই করে রেললাইনের ওপর ১০০ গ্রাম ওজনের ভাগ বসিয়ে বিক্রি শুরু করেন। প্রতি ভাগ মাংসের দাম রাখা হয় ১০০ টাকা। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির দুই মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ বলেন, বন্যপ্রাণী জবাই করা আইনত অপরাধ। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।