বৃহস্পতিবার ২৮ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


কুমিল্লার ২৬ ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর


আমাদের কুমিল্লা .কম :
10.11.2021

স্টাফ রিপোর্টার।।
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোট হবে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১০ নভেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে কুমিল্লার তিন উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদগুলো হলো আদর্শ সদর উপজেলার কালির বাজার , দুর্গাপুর উত্তর, দুর্গাপুর দক্ষিণ, আমড়াতলি, পাঁচথুবি, জগন্নাথপুর; ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর, শিদলাই, চান্দলা, শশীদল, দুলালপুর, ব্রাহ্মণপাড়া সদর, সাহেবাবাদ, মালাপাড়া; চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর, উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর, ঘোলপাশা, মুন্সীর হাট, কনকাপৈত, বাতিশা, চিওড়া, গুণবতী ও জগন্নাথ দিঘি । ইউপিগুলোর মধ্যে ব্রাহ্মণপাড়ার শশীদলে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশনের সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম ধাপে ৩৬৪টি ইউপির নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।