বৃহস্পতিবার ২৮ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


কুমিল্লার উত্তেজনার ঘটনায় একজনকে কারাগারে প্রেরণ


আমাদের কুমিল্লা .কম :
07.11.2021

মাহফুজ নান্টু।
কুমিল্লা পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননা ও এর জেরে উত্তেজনার ঘটনায় মহিউদ্দিন আহমেদ বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে ১ নং আমলী আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরীর তাকে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম। তিনি নগরীর মৌলভীপাড়া এলাকার জাহাঙ্গীর আহমেদের ছেলে।
ওসি আনওয়ারুল আজিম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় কোতয়ালী মডেল থানার একটি টিম ও গোয়েন্দা পুলিশের একটি টিম মিলে রাঙামাটির সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনার দিন বাবুসহ অন্যান্যরা সহিংসতার উস্কানি দেয়। পরবর্তীতে ভিডিও ফুটেজে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়। হামলার পরে শুক্রবার সপরিবারে বাবু পালিয়ে যায়।
এদিকে উত্তেজনার আরেকটি মামলায় শহরতলীর চান্দপুর এলাকার এমডি মুরাদের ছেলে রোমান হাসানকে ও চৌদ্দগ্রামের অশ^দিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে রবিউলকে গ্রেফতার করা হয়।