শনিবার ২০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকী আজ


সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকী আজ


আমাদের কুমিল্লা .কম :
30.10.2021

স্টাফ রিপোর্টার।।
সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের এই দিনে মারা যান তিনি।
সঙ্গীতঙ্গ শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর চর্থার গোলপুকুরপাড়ে জন্মগ্রহণ করেন। শচীন দেব বর্মণের পিতা নবদ্বীপ কুমার বর্মণ ছিলেন তৎকালীন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের সৎ ভাই। নবদ্বীপ বর্মণ ছিলেন শিক্ষাদীক্ষা-সংস্কৃতিতে চৌকস। তাই বীরচন্দ্র মাণিক্য বাহাদুর তার পথের কাঁটা দূর করার জন্য নবদ্বীপ কুমার বর্মণকে নিগৃহীত করার চেষ্টা করে। তখন শচীন দেব বর্মণের পিতা রাজবাড়ির কর্মকর্তা কৈলাস সিংহের পরামর্শে ১৮৭০ সালের মাঝামাঝি সময়ে সপরিবারে কুমিল্লায় এসে বসতি স্থাপন করেন এবং সিংহাসনের দাবি ছেড়ে দেন। এ বাড়িতেই শচীন দেব বর্মণের শিশুকাল, কৈশোরকাল ও যৌবনের কিছু অংশ অতিবাহিত হয়। শচীন দেব বর্মণ সঙ্গীতে অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তিনি ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মারা যান।
রঙিলা রঙিলা রঙিলারে, তুমি এসেছিলে পরশু, তোরা কে যাসরে ভাটির গাঙ বাইয়া, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ও শোন গো দখিন হাওয়া/ প্রেম করেছি আমিসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার স্ত্রী মীরা দেব বর্মণও উপমহাদেশের অন্যতম গীতিকার। ছেলে রাহুল দেব বর্মণ উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নতা এনেছেন।