মঙ্গল্বার ১৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


প্রফেসর জোহরা আনিসের দাফন সম্পন্ন


আমাদের কুমিল্লা .কম :
22.10.2021

স্টাফ রিপোর্টার।।
বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, রত্নগর্ভা মা প্রফেসর জোহরা আনিসের দাফন সম্পন্ন হয়েছে। প্রথম জানাযার নামাজ শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। ২য় জানাজার জুম্মার নামাজ বাদ কসবার সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। টাউন হলে জানাযার আগে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.কামরুল হাসান,সদর উপজেলার ভাইস চেয়ারমান তারিকুর রহমান জুয়েল, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় বক্তারা প্রফেসর জোহরা আনিসের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরেন। মিষ্টিভাষী প্রফেসর জোহরা আনিসের আত্মার মাগফেরাত কামনার জন্য তারা আহবান জানান।
প্রফেসর জোহরা আনিসের ছেলে ডা. আরিফ মোর্শেদ খান জানান, তার মাকে বুধবার রাত ১০টায় সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ব্রেইন স্ট্রোক করে গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জোহরা আনিস। শিক্ষা প্রসার, সামাজিক অগ্রগতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় একজন নারী হিসেবে অসামান্য অবদান রয়েছে প্রফেসর জোহরা আনিসের। নারীর ক্ষমতায়নের জন্য ২০১৮ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রফেসর জোহরা আনিসের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।