মঙ্গল্বার ১৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » বুড়িচংয়ে পুকুর থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার-বনে অবমুক্ত


বুড়িচংয়ে পুকুর থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার-বনে অবমুক্ত


আমাদের কুমিল্লা .কম :
12.10.2021

জহিরুল হক বাবু,বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমূড়া এলাকার একটি পুকুর থেকে সোমবার সন্ধ্যায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে রাত সাড়ে ১১ টায় সাপটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়।
স্থানীয় যুবক নাসির ও রুবেল জানায় তারা, সন্ধ্যার আগে ধানি জমিতে একটি হাঁসের ডানা ঝাপটানোর শব্দ শুনতে পায়। পরে দেখতে পায়, একটি অজগর হাঁস গিলে খাচ্ছে। মানুষের উপস্থিতি টের পেয়ে অজগরটি পাশের পুকুরে এসে পড়ে। পরে সবাই মিলে কৌশলে সাপটিকে ধরে নিয়ে আসে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় খবর পেয়ে আমরা অজগরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। রাতেই বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।
বুড়িচং উপজেলা বন কর্মকর্তা এ.কে.এম লুৎফুল্লাহ বলেন, অজগরটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে। সেটি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বন ও ছোট ছোট টিলা রয়েছে। আমরা ধারণা করছি খাবারের খোঁজে টিলা থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। এটি একটি পূর্ণবয়স্ক সাপ, সাপটির ওজন ৩০ কেজি।
সাপটির শরীরে কোন আঘাতের চিহ্ন বা অসুস্থতা না থাকায় রাত সাড়ে ১১ টায় কোটবাড়ি বীজতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বি সরকারের উপস্থিতিতে কুমিল্লা রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়।