মঙ্গল্বার ১৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » কুমিল্লা সিটি করপোরেশনে কোভিড ১৯ ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


কুমিল্লা সিটি করপোরেশনে কোভিড ১৯ ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
14.09.2021

মাহফুজ নান্টু।।
কোভিড ১৯ করোনা রোধে ফাইজার ভ্যাকসিন প্রদানের লক্ষ্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে ইপিআই, ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের উদ্যাগে প্রশিক্ষণ কর্মশালা চলে দুপুর পর্যন্ত। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.সফিকুল ইসলাম। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আবু সায়েম ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ। কর্মশালার সমন্বয়ক ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনলোজিস্ট (ইপিআই) মো.জহিরুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড.সফিকুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ সেবা দেয়া সম্ভব৷ কুমিল্লা সিটি করপোরেশন ইপিআই বিভাগ করোনার শুরুতে নগরবাসীকে যে সেবা দিয়েছে তা প্রশংসার দাবিদার। অতীতের মতো ভবিষ্যতেও ভ্যাক্সিনেটররা তাদের সেবা অব্যহত রাখবে।