মঙ্গল্বার ১৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » ৩৭২টি কারখানা ও সিএনজি স্টেশন আসছে বাখরাবাদের আইপি ক্যামেরার আওতায়


৩৭২টি কারখানা ও সিএনজি স্টেশন আসছে বাখরাবাদের আইপি ক্যামেরার আওতায়


আমাদের কুমিল্লা .কম :
12.09.2021

স্টাফ রিপোর্টার।।
৩৭২টি কারখানা ও সিএনজি স্টেশন আসছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের(বিজিডিসিএল) আইপি ক্যামেরার আওতায়। রবিবার সিএনজি স্টেশনে আইপি ক্যামেরা স্থাপন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে পদুয়ার বাজার পর্যন্ত স্থাপিত ২০টি সিএনজি স্টেশন আইপি ক্যামেরা স্থাপন করা হয়। কুমিল্লা চাঁপাপুর বাখরাবাদ গ্যাস অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, মহা-ব্যবস্থাপক(প্রকৌশল সেবা) প্রকৌশলী মো. আবুল বাশার,উপ-মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) প্রকৌশলী আবদুর রাজ্জাক,উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মোস্তফা মাহির প্রমুখ।
বিজিডিসিএল সূত্র জানায়, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬জেলার বাকী ৭১ সিএনজি স্টেশন দ্রুত আইপি ক্যামেরার আওতায় আসবে। এছাড়া ১৮৯টি শিল্পকারখানা,১৪টি বিদ্যুত কেন্দ্র,৭৮টি ক্যাপটিপ পাওয়ার(শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুত প্লান্ট) পর্যায়ক্রমে আইপি ক্যামেরার আওতায় আনা হবে। এতে অফিসে বসে ওই সব প্রতিষ্ঠানের গ্যাস মিটার পর্যবেক্ষণ করা যাবে। যাতে মিটার টেম্পারিং ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো যাবে। এদিকে এতে জনবলের প্রয়োজনও কম হবে।