শনিবার ২০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


নগরীতে ঈদ-উল- আযহার জামাত সকাল ৮টায়


আমাদের কুমিল্লা .কম :
19.07.2021

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ঈদ-উল- আযহার জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। কান্দিরপাড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযহার নামাজের জামাত হবে। গত বুধবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু। এ সময় নগরীর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যে সকল মসজিদে মুসল্লি বেশি, সে সকল মসজিদে একাধিক জামাত হবে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদ গাহের খতিব ক্বারি মুফতি ইব্রাহীম আল-ক্বদরি জানান, কান্দিরপাড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযহার নামাজের জামাত হবে। মুসল্লি বেশি হলে একাধিক জামাত হবে।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সরোয়ার আলম বলেন, কুমিল্লায় প্রায় ১৬ হাজার মসজিদ রয়েছে। সকল স্থানে ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়াতে ঈদের জামাত মসজিদে হবে। জামাতের সময় মসজিদের কমিটিবৃন্দ নির্ধারণ করবেন।