শনিবার ২০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিনরুমে মিলল দুই শ্রমিকের লাশ


ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিনরুমে মিলল দুই শ্রমিকের লাশ


আমাদের কুমিল্লা .কম :
11.06.2021

চাঁদপুর প্রতিনিধি ।।
চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভি মক্কা মদিনা-৩ নামে বাল্কহেড ডুবে নিখোঁজ দুই নৌযান শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বাল্কহেডটির ইঞ্জিনরুমেই তাদের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর দশআনিঘাট থেকে মো. মিজানুর রহমান ও মো. সাজু শিকদার নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মোহনপুর দশআনিঘাট সংলগ্ন এলাকায় এমভি মক্কা মদিনা-৩ নামে বাল্কহেডটি নোঙর করা অবস্থায় চার শ্রমিকসহ ডুবে যায়। তাদের মধ্যে মহিউদ্দিন ও নাঈম সিকদার নামে দুইজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি দুইজন নিখোঁজ হন।কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেন জানান, খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। বিকেল ৩টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুম থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, বাল্কহেডটি নোঙর করা ছিল। কী কারণে ডুবেছে তা জানা যায়নি। লাশ দুটি মোহনপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।