মঙ্গল্বার ১৬ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


‘ বৃষ্টি থাকতে পারে আরো কয়েকদিন’


আমাদের কুমিল্লা .কম :
03.06.2021

রুবেল মজুমদার ।।
জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝির এই বৃষ্টির পদধ্বনি হচ্ছে বর্ষার আগমনের বার্তা। দুপুর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর অফিসগামী পথচারী যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি নগরীর বিভিন্ন অলিগলিতে ও রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি হয়েছে হালকা বাতাস।
(৩জুন) বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কড়া রোদ থাকলেও দুপুর ২টার দিকে নগরীকে ভিজেয়ে দিল বৃষ্টি। আচমকা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। অপ্রস্তুত নগরীকে বৃষ্টি যেন থামিয়েই দিয়েছে। জনবহুল কান্দিরপাড় তৈরী হয়েছিল জনশূন্য।
আবহাওয়া অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের আবহাওয়া কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া জানান, কুমিল্লায় গতকাল দুপুর থেকে এই সংবাদ লেখার আগ পর্যন্ত ৪.৫ মি.মি. বৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি স্থানে গতকাল দুপুর ২টায় থেকে বৃষ্টিপাত শুরু হয়। ঐ সময় বাতাসের গতিবেগের পরিমান ছিল ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিনি আরও জানান, জুন মাসে কুমিল্লায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৩০ মি.মি.। এছাড়াও আজ রাত ও আগামীকাল অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত ও ব্রজপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে।