শুক্রবার ১৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম এস আলমের দাফন সম্পন্ন


কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম এস আলমের দাফন সম্পন্ন


আমাদের কুমিল্লা .কম :
28.05.2021

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম এস আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। শুক্রবার সকাল পৌনে সাতটায় নগরীর সিডি হসপিটালে তার মৃত্যু হয়। জুমার নামাজ শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী লায়লা আঞ্জুমান আলম, এক ছেলে আইনজীবী সাইফুল আলম, তিন মেয়ে শামীমা আলম, ডা. শাহিদা আলম ও ডা. সায়লা আলমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার সন্দ¦ীপ উপজেলায়। তিনি ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পর দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। কুমিল্লা মডার্ন স্কুল জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সভাপতি ডা. আবদুল্লা বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে।