শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়তে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযান


আমাদের কুমিল্লা .কম :
04.03.2021

আবু সুফিয়ান রাসেল।।
জলাবদ্ধতা নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়তে কুমিল্লা সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কুর দিক-নির্দেশনায় নগরীর ড্রেন এবং খালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়া স্থানসমূহ হলো ৩নং ওয়ার্ড কালিয়াজুরি হাফেজ বাড়ি রোড, ৫নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়া ,৬নং ওয়ার্ড শুভপুর বড় মসজিদের সামনে, ৭নং ওয়ার্ড অশোকতলা মসজিদের গলি, ৮নং ওয়ার্ড কান্দির পাড় টাওয়ারের পিছনে রোড, ১৬ নং ওয়ার্ড বিবির বাজার রোড সংরাইশ চক্ষু হাসপাতালেরএবং মুক্তার বাড়ির সামনে খাল, খেতাসার খাল এবং নোয়াপাড়া রাজাপুর খালসহ ৬টি ওয়ার্ডের ড্রেন এবং ২টি খালের মাটি ও ময়লা আবর্জনা । ক্রমান্বয়ে পুরো সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে হবে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।