শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » চান্দিনা যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ


চান্দিনা যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ


আমাদের কুমিল্লা .কম :
28.02.2021

চান্দিনা প্রতিনিধি

চান্দিনা ভূমিহীন সংগঠনের উদ্যোগে রবিবার দুপুরে মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূমিহীন সংগঠন সকাল থেকেই এতবারপুর বাজারে জমায়েত হতে থাকে। দুই শতাধিক নারী পুরুষ এতবারপুর বাজারে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি লুতফা বেগমা। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- নিজেরা করি’র কেন্দ্রীয় সংগঠক টিমের সদস্য মমতাজ বেগম, বাংলাদেশ কৃষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি সুজাত আলী, বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির কুমিল্লা জেলা সভাপতি পরেশ কর, স্থানীয় আওয়ামী লীগের নেতা সহিদুল হক সিকদার, আবু তাহের।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিজেরা করির বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার, হিসাব রক্ষক মো. শাহজাহান মিয়া, ভূমিহীন নেতা মনোয়ারা, পালমতি, সুফিয়া খাতুন, সেলিম, ৪নং ওয়ার্ড মেম্বার শাহজাহান, নাজমা মেম্বার, খলিলুর রহমান, ক্ষতিগ্রস্ত মেয়েটির মা নাজমা বেগম প্রমুখ।

ভূমিহীন নেতা মনোয়ারা বলেন, আমাদের চান্দিনা থানায় পর পর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকার প্রভাবশালীদের চাপে পড়ে মীমাংসা করে ফেলছে, এতবারপুর, নূরপুর বিভিন্ন জায়গায় ছাত্রীরা স্কুলে আসা যাওয়ার পথে যৌন হয়রানির শিকার হচ্ছে। আমরা এসকল অন্যায় কাজ বন্ধের দাবি জানাই।

ভুক্তভোগীর মা নাজমা বলেন- আমার মেয়েকে মাদ্রাসার মধ্যে ধর্ষণ করেছে আমি তার শাস্তি চাই। সকল বক্তারা একই দাবি তোলেন সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

প্রতিবাদ সমাবেশ শেষে ভূমিহীন নেতারা চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।