শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


প্রকৃত ভালোবাসার খোঁজে দুর্বার


আমাদের কুমিল্লা .কম :
14.02.2021

বিশ^ ভালোবাসা দিসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নিতে দুর্বার ফাউডেশন দুর্বার আমি…..আমি বাংলাদেশ ২০২০’ নামে ইভেন্টের আয়োজন করা হয়। মূলত পথশিশুদের নিয়তি পালটে কুমিল্লার দুর্বার ফাউন্ডেশন শহরের প্রায় ৯০ শতাংশ পথশিশু নিয়ে ধারাবাহিক কাজ করছেন। শহরে বিভিন্ন ¯’ান থেকে ছিন্নমূল শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার আনন্দেই তাদের এই স্বে”ছাশ্রম বলেন সংগঠনটির সভাপতি। সংগঠনটির সভাপতি আরিফ রহমান বলেন, ‘দুর্বারের ক্লাস চলছে অনেক দিন ধরেই। কুমিল্লার পাশাপাশি আমরা বিভিন্ন উপজেলার কাজ চালিয়ে যা”িছ। বা”চারা এখন ভালো পর্যায়ে আছে। প্রতি বছরের ন্যায়ে আমরা এবার বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে দুর্বারের পথশিশু জন্য খাবার ও সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করছি। আমাদের এই সংগঠনটির সূচনা হয় ২০১৪ সালে ১১ জনকে স্বে”ছাসেবীদের নিয়ে। বর্তমানের দেশজুড়ে প্রায় ৩,০০০জন স্বে”ছাসেবী নিয়ে কাজ করছি ।
রবিবার বিকালে কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউট দুই শতাধিক পথ শিশুদের নিয়ে সংস্কৃতি অনুষ্ঠান ও খাবার বিতারণ আয়োজন করেন দুর্বার ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি কিশোর সাদাত রহমান। এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যক্ষ রুহল আমিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটোয়ারী, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম চৌধুরী,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আপন তিবরানী।