বৃহস্পতিবার ২৮ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


ব্রাহ্মণবাড়িয়ায় খালের উপর অবৈধ বিল্ডিং গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত


আমাদের কুমিল্লা .কম :
24.12.2020

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের উপর নির্মাণাধীন অবৈধ বিল্ডিং ঘর গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের নেতৃত্বে কসবা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গুরুহিত গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে খালের উপর নির্মিতব্য স্থাপনা বেকু মেশনের মাধ্যমে উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান জানান, সরকারি খালের উপর অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণ করছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে। কসবার সকল খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি।