শনিবার ২০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


তার হাতে দুদকের কার্ড, মানিব্যাগে গাঁজা!


আমাদের কুমিল্লা .কম :
21.12.2020

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কবিরুল হাসান নামের দুদকের(দুর্নীতি দমন কমিশন) এক ভুয়া কর্মকর্তাকে গাঁজাসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক কবিরুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের বসির আহমেদের ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
চৌদ্দগ্রাম থানার এস আই আবদুল মজিদ জানান, রোববার বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের খালাসী মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ভ্রাম্যমাণ বিভিন্ন দোকান গিয়ে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে খাদ্যে ভেজাল আছে বলে জরিমানা আদায় করে। একপর্যায়ে মানুষের সন্দেহ হলে তাকে স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি আইডি কার্ড দেখায়। কিন্তু তার কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদে দুদকের ভুয়া কর্মকর্তা বলে স্বীকার করে। এসময় তার মানিব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ।