শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » আশুগঞ্জে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ভস্মীভূত


আশুগঞ্জে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ভস্মীভূত


আমাদের কুমিল্লা .কম :
27.10.2020

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি||
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য অফিসার তাজমহল বেগমের নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের সহযোগিতায় উপজেলার লালপুর থেকে আশুগঞ্জ সারকারখানা পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আশুগঞ্জ বন্দর ঘাটে এনে পুড়িয়ে দেয়া হয়। তবে অভিযানে কোনো জেলেকে আটক ও জরিমানা করা হয়নি। এ ব্যাপারে জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম বলেন, দেশের মৎস্য সম্পদ,জাতীয় মাছ ইলিশ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।