বৃহস্পতিবার ১৮ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশংকাজনক


দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশংকাজনক


আমাদের কুমিল্লা .কম :
19.10.2020

দেবিদ্বারে প্রতিনিধি ||
কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে হাফসা খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা, ভাই, খালা, খালাতো বোনসহ অপর চারজনকে আশঙকাজনক অবস্থায় ঢাকা সি.এম.এইচ-এ ভর্তি করা হয়েছে। রবিবার হাফসাকে তার নিজ বাড়িতে দাফন করা হয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হাফসা খাতুনের বাবা জাকির হোসেন বেসরকারি সংস্থা বিসিডি’র চাঁদপুর জেলা কর্মকর্তা।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামের সেনা সদস্য মোস্তফা কামালের স্ত্রী সাহিনা আক্তার তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে আশ্রাকে নিয়ে কুরুইন গ্রামের জাকির হোসেনের স্ত্রী বোন লাকি আক্তারের বাড়িতে বেড়াতে যান। বাড়ির উত্তর পাশে আসার পর তারা ভিমরুলের আক্রমণের শিকার হন। তাদের চিৎকারে ছুটে আসেন সাহিনা আক্তারের বোন লাকি আক্তার, তার ছেলে সিহাব উদ্দিন (১০), কন্যা হাফসা খাতুন (সাড়ে ৩বছর)। তারাও ভিমরুলের আক্রমণে আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আশংকাজনক অবস্থায় হাফসাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত: ঘোষণা করেন।
অপর দিকে নিহত হাফসার বাবা জাকির হোসেন ও খালু সেনা সদস্য মোস্তফা কামাল এসে আহত চারজনকে নিয়ে ঢাকা সি.এম.এইচ ভর্তি করিয়েছেন।
রোববার সন্ধ্যায় যোগাযোগ করলে শোকাহত কন্ঠে ঘটনার বিবরণ দিয়ে মোঃ জাকির হোসেন বলেন, মেয়ের দাফন সম্পন্ন করেছি। আহত চারজনের অবস্থা আশংকাজনক বলে শুনেছি। তাই আহতদের দেখতে ঢাকা সি.এম.এইচে যাচ্ছি।