শনিবার ২০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


২০ বছরেও সংস্কার হয়নি যে সড়ক


আমাদের কুমিল্লা .কম :
11.08.2020

বিল্লাল হোসেন, বরুড়া।।

বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের মগবাড়ী বাজার থেকে মনোহরা চৌমুহনী হয়ে আমড়াতলী পশ্চিম বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীরা চলাচল করছে। দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ রাস্তাটির মেরামত না হওয়ায় বর্তমানে তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, এই সড়কটি স্থানীয় জন সাধারণ, ব্যবসায়ী ও কৃষকের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। এছাড়াও এই সড়ক দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। এই সড়কটি দিয়ে প্রতিদিন ভারী যানবাহনসহ শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই সড়কটি কুমিল্লা-চাঁদপুর মেইন সড়কের সাথে মিলিত রয়েছে। মগবাড়ী চৌমুহনীতে একটি কাঁচাবাজার রয়েছে। সপ্তাহে দুইবার বাজারটি মিলিত হয়। বাজারের পশ্চিম দিকের প্রায় ৬/৭টি গ্রামের কৃষকেরা কাঁচা তরি তরকারি নিয়ে বাজারে যাওয়ার পথে রাস্তার বেহাল দশা থাকায় তাদের চলাচলে বিঘœ ঘটে। প্রায়ই তরকারির গাড়ি উল্টে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। জনসাধারণ আঞ্চলিক সড়কটি দিয়ে যাতায়াতে সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাস, প্রাইভেটকার, লরি ট্রাক, কনটেইনার ট্রাকসহ অন্যান্য যানবাহন এবং ভারী মালবাহী গাড়ি ব্যবহার করে। সড়কটির বিভিন্ন অংশে কার্পেট ওঠে যাওয়ায় রাতের বেলায় অসতর্কতার কারণে যাতায়াতে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা আরও জানান, ১৯৯৮ সনে রাস্তাটি নির্মাণের পর দীর্ঘ ৪/৫ বছর রাস্তাটি সচল ছিল। পরবর্তীতে প্রায় দীর্ঘ ২০ বছর রাস্তাটির কোন সংস্কার না হওয়ায় বর্তমানে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির এ বেহাল দশা থেকে পরিত্রাণের পেতে রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফুয়াদ আহাম্মেদ জানান, মনোহরা চৌমুহনী থেকে মগবাড়ী পর্যন্ত সড়কটি সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মনোহরা চৌমুহনী থেকে আমড়াতলী পশ্চিম বাজার পর্যন্ত সড়কটি চলতি ২০-২১ অর্থ বছরে সংস্কারের জন্য কুমিল্লা জেলা প্রকৌশলী অধিদপ্তরে অবগত করা হয়েছে।