শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » বিদ্যানন্দের খাদ্য সহায়তা পৌঁছে দিলো ২৫ বিজিবি


বিদ্যানন্দের খাদ্য সহায়তা পৌঁছে দিলো ২৫ বিজিবি


আমাদের কুমিল্লা .কম :
08.05.2020

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৮ মে) দুপুরে জেলার কসবা উপজেলার গোসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবণ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।
প্রসঙ্গত, ৫মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৯ মে পর্যন্ত চলবে। এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।